বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতেই চন্দন গুপ্তা নামে জগদ্দলের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ডিসি এসএসডি-র নিরাপত্তা রক্ষীকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে।
advertisement
প্রসঙ্গত, নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগের ঘটনায় গুরুতর জখম হন DC SSD-র রক্ষী কনস্টেবল প্রশান্ত মণ্ডল। তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করা হয়। সিপি নিজে দেখতে গিয়েছিলেন তাঁকে। ঘটনায় খুনের চেষ্টা ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এরপরেই ভিডিও প্রকাশ করে মারধর ও আক্রমণের অভিযোগ তোলে কলকাতা পুলিশ। একইসঙ্গে নির্যাতিতার মা আহত হওয়ায় দুঃখপ্রকাশ করেন খোদ পুলিশের যুগ্ম কমিশনার মীরাজ খালিদ। এরপরেই ওই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে দেখা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 11:43 AM IST