TRENDING:

'আমার সঙ্গে আলোচনায় বসুক মুখ্যমন্ত্রী,' ফের ট্যুইট রাজ্যপালের

Last Updated:

শুক্রবার রাতে মে দিবসের ভিডিও বার্তায় আবারও মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন রাজ্যপাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চাইছেন রাজ্যপাল? অন্তত রাজ্যপালের শুক্রবার রাতের ট্যুইট এমনটাই জল্পনা বাড়াচ্ছে। মে দিবসের ভিডিও বার্তার সঙ্গে শুক্রবার রাতে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মে দিবসের ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী কে আক্রমণ করলেন রাজ্যপাল। শুক্রবার রাতের করা ট্যুইটারে তিনি বলেন "আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যারা এই পরিস্থিতির জেরে সমস্যার মধ্যে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর। আমি ওনাকে আলোচনার জন্য সুযোগ দিতে চাই যেটা এক ঘন্টার বেশী হবে না। আমার বিশ্বাস তিনি এর প্রতিফলন ঘটাবেন এবং নিজের কথা শুনবেন।" শুক্রবার রাতে এই ট্যুইট করার পাশাপাশি মে দিবস উপলক্ষে ভিডিও বার্তা দেন রাজ্যপাল। ভিডিও বার্তায় অবশ্য রেশন দুর্নীতি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যে বাধা দেওয়ার প্রসঙ্গ নিয়ে সরব হন রাজ্যপাল।
advertisement

এক সপ্তাহ আগেই রাজ্যপাল কে কড়া ভাষায় চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই চিঠির উত্তর দিতে গিয়ে দুটি চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। কার্যত রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাতের ছবি ক্রমশ জোরালো হচ্ছিল। একের পর এক প্রসঙ্গ নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছিলেন রাজ্যপাল। কখনো রাজ্যে লকডাউন এর বিধি না মানা নিয়ে, কখনো রাজ্যে ১০০% সোশ্যাল ডিস্ট্যান্স কার্যকরী করা না নিয়ে, আবার কখনো লকডাউন এর বিধি বা নিয়ম সফল করতে সরাসরি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়নের পক্ষেই সওয়াল করেছিলেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্যের তরফেও কড়া মন্তব্য উঠে এসেছিল রাজ্যপালের প্রসঙ্গে। তবে শুধু এখানেই নয়, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে ও তাকে সহযোগিতা করা হচ্ছে না বলেও রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল। শুক্রবার মে দিবস উপলক্ষে ভিডিও বার্তা রাতে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে আপলোড করেন রাজ্যপাল। ভিডিও বার্তায় আবারো রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন।

advertisement

advertisement

একদিকে রেশন দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যপাল শুক্রবার এর ভিডিও বার্তায়। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যপাল। ভিডিও বার্তায় তিনি বলেন " এই সময়টা রাজনীতি করার সময় নয়। কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে চলার সময়। কেন আপনি বারবার রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয় দেখছেন? কেন্দ্রীয় প্রতিনিধি দল এরাজ্যে এসেছে রাজ্যকে সহযোগিতা করার জন্যই। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার পরেই রাজ্যের দৃষ্টিভঙ্গি খানিকটা বদলেছে। এই সময়টা তথ্য লুকানোর সময় নয়, সব তথ্য মানুষকে স্পষ্ট করে বলা উচিত।" একদিকে যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আহ্বান আর তখনই অন্যদিকে ভিডিওবার্তার মারফত মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমার সঙ্গে আলোচনায় বসুক মুখ্যমন্ত্রী,' ফের ট্যুইট রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল