২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জয়ী হন মুকুল রায়৷ এর মাস খানেক পর ওই বছরই জুন মাসে কলকাতার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগদান করেন তিনি৷ এ দিন অবশ্য অন্য কথা শোনা গেল মুকুলের মুখে৷
প্রায় বারো দিন দিল্লিতে থাকার পর অবশেষে আজ দুপুরে কলকাতায় ফিরে আসেন মুকুল রায়৷ সূত্রের খবর, দিল্লিতে অনেক চেষ্টা করেও বিজেপি-র কোনও শীর্ষ নেতার দেখা পাননি তিনি৷ যদিও কলকাতায় ফিরে এসে অন্য কথা শোনা গেল মুকুলের মুখে৷
advertisement
আরও পড়ুন: এক যুগ পর খুলল সিপিএম পার্টি অফিস, তৃণমূল ছেড়ে দলে দলে যোগ! পরিবর্তন দেখল শাসন
এ দিন কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল রায় বলেন, আমি তো বিজেপি-তেই আছি৷ নিজের ইচ্ছেতেই দিল্লি গিয়েছিলাম৷ আমার কিছু কাজ ছিল৷ সবার সঙ্গে কথা হয়েছে৷ এর পরেই মুকুলকে প্রশ্ন করা হয়, অমিত শাহ বা জে পি নাড্ডার মতো বিজেপি-র কোনও শীর্ষ নেতার সঙ্গে তাঁর দেখা হয়েছে কি না৷ এর অবশ্য কোনও স্পষ্ট জবাব দেননি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক৷ মুকুল আরও দাবি করেছেন, তাঁকে কেউ জোর করে দিল্লি নিয়ে যায়নি৷ প্রয়োজনে ফের তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন মুকুল রায়৷
তিনি দিল্লি চলে যাওয়ার পর তাঁর ছেলে শুভ্রাংশু রায় দাবি করেছিলেন, অসুস্থতার সুযোগ নিয়ে ভুল বুঝিয়ে মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও কলকাতায় ফিরেই সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন মুকুল৷ তিনি দাবি করেন, 'শুভ্রাংশু ভুল বলেছে৷'