আরজি করে চিকিৎসক তরুণীর প্রতি পৈশাচিক অত্যাচার স্মরণ করে শোভন প্রশ্ন তোলেন। বলেন, “এই কাজ একজনের পক্ষে সম্ভব কিনা তা আমি বলতে পারব না। তদন্ত প্রক্রিয়া চলছে। যে বা যারাই করে থাকুক না কেন, বিচার হবেই৷” এর পর শোভন বলেন, “আমাদের দল চরম শাস্তি চাইছে। সবাই মিলে নামলে ভাল। আমি মনে করি সব দলের একসঙ্গে নামা ভাল৷”
advertisement
আরও পড়ুন- কয়েক পা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন? সিঁড়ি ভাঙতে কষ্ট? সাবধান…! কীসের উপসর্গ? জেনে নিন
নির্যাতিতা, মৃত তরুণীর পরিবারের কথা উল্লেখ করে শোভন আরও বলেন, “এই মেয়েটির বাবা-মা জানত না এমন আক্রমণ বা বিপদ হবে। তাই একসঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নামা ভালো৷ সবাই নামলে সকলের আওয়াজ প্রতিধ্বনিত হবে।
সামাজিক ব্যধি একটা। অবনমন গোটা দেশে হচ্ছে। সারা দেশে এমন ঘটনা ঘটছে। সকলে মিলে এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়তে হবে। একটা জনমত তৈরি করতে হবে। কেউ বলে দিচ্ছে না কিন্তু নারী নির্যাতন করো বা কেউ উৎসাহও দিচ্ছে না। এটা একটা সামাজিক ব্যধি।”
শোভন জানান তিনি আরজি করের নির্যাতিতার বাড়ি গিয়েছেন। এই ঘটনা তাঁকে চরম মানসিক আঘাত দিয়েছে বলে জানান। শোভনের কথায়, “নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই একযোগে রাস্তায় নামুন”।