TRENDING:

Jamai Sasthi 2022|| লকডাউনের ইউটিউব থেকে শিখেছিলেন, জামাইষষ্ঠীতে রান্নায় বাজিমাত করলেন এঁরা...

Last Updated:

Jamai Sasthi 2022 Special Recipes: জামাইষষ্ঠীতে সাধারণত বাঙালি খাবারেরই চল বেশি থাকে। ভাত, লুচি, পোলাও, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, ইলিশ ভাপা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, তেল কৈ ইত্যাদি তো আছেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জামাইষষ্ঠীতে সাধারণত বাঙালি খাবারেরই চল বেশি থাকে। ভাত, লুচি, পোলাও, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, ইলিশ ভাপা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, তেল কৈ ইত্যাদি তো আছেই। পাশাপাশি রেজালা, কোরমা, কালা ভুনা, ভর্তা থেকে ম্যাঞ্চুরিয়ান, সসেজ, স্যুপ, রকমারি সরবত। কী চাই? যা চাই সবই মিলছে ওই একই হেঁসেল থেকে।
জামাইষষ্ঠীর খাওয়া-দাওয়া।
জামাইষষ্ঠীর খাওয়া-দাওয়া।
advertisement

মধুছন্দা ভট্টাচার্য পেশায় শিক্ষিকা। জামাইষষ্ঠীতে বাঙালি খাবারের পাশাপাশি বাড়িতেই চাইনিজ বানিয়েছেন। বাঙালি খাবারেও ওপার বাঙলার স্বাদ। কীভাবে সম্ভব হল? তিনি বলেন, "আগে বাড়িতেই খাওয়া হতো। মাঝে দু'বার স্বাদ পরিবর্তনের জন্য চায়না টাউন বা অন্য কোনও রেস্তোরাঁয় যাওয়া হয়েছে। মাঝের দু'বছর সেরকম ভাবে কিছু হয়নি। এ বার বাড়িতেই রান্না হয়েছে। সেই তালিকায় 'আনকমন' পদই বেশি। মানে যেগুলো সচারাচর বাড়িতে হয় না। লকডাউনের সময় ইউটিউব দেখে বেশকিছু রান্না শিখেছিলাম। বিশেষ করে বাংলাদেশের ইউটিউব চ্যানেল ফলো করতাম। সেখান থেকে শিখেই এ বার মাটনের কালাভুনা আর চিকেন রেজালা বানিয়েছি লাঞ্চে। আর বিকেলে হাক্কা ছাও আর ম্যাঞ্চুরিয়ান বানিয়েছি। সবাইতো ভালোই বলল। আর আমার আত্মবিশ্বাসটাও বাড়ল। এ বার থেকে বাড়িতেই বানাবো।"

advertisement

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত ভোট, আজ ৩ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা, কোনদিকে থাকছে নজর?  

সল্টলেকের বাসিন্দা শান্তনা দাসের বাড়িতে এ বারেই প্রথম জামাইষষ্ঠী। তিনি বলেন, "বাড়িতে বাঙালি খাবারই বানিয়েছি। কিন্তু একটু অন্য রকম ভাবে। মাটন ডাকবাংলো বানিয়েছি। সেটাও প্রথমবার। প্রথমে ভাবছিলাম কেমন হবে। কিন্তু পরে সবাই খেয়ে ভালোই বলেছে। আমারও ভালো লাগলো কিছু অন্য রকম করতে পেরে।"

advertisement

তবে এসবের মধ্যে একটু সমস্যায় পড়েছেন বাড়ির কর্তারা। সমর দাস নামে এক ব্যাক্তি মানিকতলা বাজারে এসে কার্যত হিমসিম খাচ্ছেন। তিনি বলেন, "এ বারের ফর্দটা বেশ গোলমেলে। অনেককিছু তো আমিই বুঝতে পারছি না। কোথায় গেলে পাব তাও জানি না। যেমন কোকোনাট মিল্ক। প্রথমতো নারকেলের দুধ যে আলাদা করে বিক্রি হয় সেটাই প্রথম জানলাম। আবার সেই দুধ তো আবার দুধের দোকানে পাওয়া যায় না। এরপর রয়েছে ড্রাই রোজ। মানে শুকনো গোলাপ কোন রান্নায় লাগে জানি না। তবে ফুলের দোকানে এটা পাওয়া যাবে না বুঝতে পারছি। তিন নম্বরে আছে ফ্রেস ক্রিম। এই সব যোগাড় করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

UJJAL ROY

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jamai Sasthi 2022|| লকডাউনের ইউটিউব থেকে শিখেছিলেন, জামাইষষ্ঠীতে রান্নায় বাজিমাত করলেন এঁরা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল