আরও পড়ুন– রাশিফল ৩১ ডিসেম্বর; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
সঙ্ঘের বিভিন্ন সংগঠনিক কাজকর্মের পাশাপাশি বাংলার বিশিষ্ট জনেদের বাড়িতেও গিয়েও সৌজন্য সাক্ষাৎ করছেন ভাগবত। বর্ষ শেষের দিন প্রথমে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং পরে বিক্রম ঘোষের বাড়ি যাওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। লোকসভা ভোটের আগে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, মোহন ভাগবতের এবারের কলকাতা সফরে বিজেপির প্রথম সারির নেতৃত্বের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। অমিত শাহ, জে পি নাড্ডার পর শনিবার বঙ্গ সফরে এসেছেন সঙ্ঘ পরিবারের দুই শীর্ষ কর্তা। মোহন ভাগবত এবং দত্তাত্রেয় হোসবোলে। একজন কলকাতায়। আর অন্যজন দুর্গাপুরে আরএসএসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুন-6174 কেন ম্যাজিক্যাল সংখ্যা? কে তা আবিষ্কার করেছেন? খুব কম সংখ্যক মানুষই এই বিষয়ে জানেন
প্রসঙ্গত, মোহন ভাগবত এবং উপেন বিশ্বাস সাক্ষাতের পর সংবাদমাধ্যমে উপেন বিশ্বাস জানিয়েছেন, ‘‘একেবারে আধ্যাত্মবাদ সম্পর্কিত বিষয়ে আলোচনা। দুর্নীতি বা সেই সম্পর্কিত কোনও ব্যাপার নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়নি। তবে আমি ভেবেছিলাম উনি খুব গম্ভীর কেউ হবেন। কিন্তু তেমনটা নয়।’’ তবে লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে মোহন ভাগবতের বিশিষ্ট জনদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যথেষ্টই কৌতুহল তৈরি হয়েছে। তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শিবিরের দাবি, ‘এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই।’