TRENDING:

Netaji Birthday: নেতাজির স্বপ্নপূরণই আরএসএস-এর লক্ষ্য়, কলকাতায় দাবি ভাগবতের! কটাক্ষ অধীর-ফিরহাদের

Last Updated:

এ দিন সকালেই নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য় সরকার এবং শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উপলক্ষ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন। কলকাতার শহিদ মিনার ময়দানে বক্তব্য় রাখতে গিয়ে নেতাজির স্বপ্নপূরণকেই আরএসএস-এর লক্ষ্য় বলে দাবি করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। একা মোহন ভাগবত নন, নেতাজির জন্মদিন পালনে এ দিন সকাল থেকেই বিজেপি নেতাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
কলকাতায় নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত (মাঝখানে)।
কলকাতায় নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত (মাঝখানে)।
advertisement

নেতাজির জন্মদিন পালন নিয়ে যথারীতি রাজনীতির কথা লড়াই শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতেই নেতাজি-গান্ধিজিদের নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি-আরএসএস।

নেতাজির জন্মদিন উপলক্ষে শহিদ মিনারে মোহন ভাগবতের অনুষ্ঠান অনেক দিন আগে থেকেই ঠিক ছিল। এ দিন সেই অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়েই ভাগবত বলেন, 'নেতাজিকে স্মরণ করা আমাদের কর্তব্য়। নেতাজির অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই হবে। প্রথমে তাঁরা আইন মেনেই স্বাধীনতার লড়াই করেছিলেন। কিন্তু পরে যখন নেতাজি দেখলেন সেই পথে কাজ হচ্ছে না, তখন তিনি সশস্ত্র পথ বেছে নেন। এই দুই রাস্তা আলাদা হতে পারে। কিন্তু গন্তব্য় একই ছিল। নেতাজির দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে। নেতাজির দেখানো গন্তব্য়ই আমাদের গন্তব্য়। আরএসএস-এ আমরা তো সেটাই করি। ভারত বিশ্বে অবদান রাখতে পারে, এমন ভাবে তাকে তৈরি করাই ছিল সুভাষ বাবুর লক্ষ্য়।'

advertisement

আরও পড়ুন: 'অনেক হরিণই ধরা পড়েছে', হিরণ জল্পনা বাড়ালেন মদন! নিলে ঝামেলা চুকবে, মত দিলীপের

এ দিন সকালেই নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য় সরকার এবং শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজিকে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষও। শুভেন্দু অধিকারী বলেন, 'স্বাধীনতার মূল স্থপতি উনিই ছিলেন। পরবর্তীকালে কোনও সরকার সেই সম্মান দেয়নি। বর্তমান সরকার দিচ্ছে। এটা দেশবাসীর কাছে গর্বের।' রাজ্য় সরকার এবং শাসক দলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'রাজ্য সরকারের ১২ টার পর ঘুম ভাঙে। এখন সবাই ঘুমোচ্ছে। আমরা সকাল সকালই মনীষীদের শ্রদ্ধা জানাই।'

advertisement

আরও পড়ুন: কুড়ি দিনেই সাগরদিঘিতে উপনির্বাচন ঘোষণা, ১১ মাস কেন বিধায়কহীন মানিকতলা? চিঠি দিচ্ছেন অধীর

যদিও আরএসএস এবং বিজেপি নেতাদের নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, 'বিজেপি নেতারা নেতাজির লেখা পড়েননি বলে গন্ডগোল করে ফেলছেন। যাঁরা চিরকাল নেতাজির দিল্লি চলো, গান্ধির ভারত ছোড়োর, বিরোধিতা করেছে, তারা আজ এসব করছে কারণ তাদের হাতে কোনও আইকন নেই।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূল নেতা এবং রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিমও বলেন, 'নেতাজি চিরকাল সংযোজনের রাজনীতি করেছেন। সবাইকে নিয়ে চলেছেন। আর বিজেপি বিভাজনের রাজনীতি করে।' তৃণমূল নেতা কুণাল ঘোষও বলেন, 'নেতাজিকে আমাদের দলই প্রকৃত সম্মান দিয়েছে। নেতাজির পরিবারের দু' জনকে আমরা সংসদে পাঠিয়েছি। নেতাজি সম্পর্কিত যে ফাইলগুলি কলকাতা পুলিশের হাতে ছিল, সেগুলি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রকাশ্য়ে এনেছেন।' আরএসএস, বিজেপি নেতাদের নেতাজি স্মরণকে কটাক্ষ করেছে বামেরাও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Netaji Birthday: নেতাজির স্বপ্নপূরণই আরএসএস-এর লক্ষ্য়, কলকাতায় দাবি ভাগবতের! কটাক্ষ অধীর-ফিরহাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল