TRENDING:

'স্পিডব্রেকার' বনাম 'এক্সপায়ারিবাবু' , মোদি-মমতার সেরা ১০ রাজনৈতিক তরজা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  নির্বাচনী প্রচার ঘিরে পশ্চিমবঙ্গে উত্তেজনা তুঙ্গে। আজ শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেড মাঠে জোড়া সভা করেছেন নরেন্দ্র মোদি । অন্যদিকে কোচবিহারের দিনহাটায় পাল্টা প্রচারসভায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভা থেকে স্বাভাবিকভাবেই একে অপরকে আক্রমণ করেছেন মোদি ও মমতা । দেখে নিন মোদি-মমতার সেরা ১০ মন্তব্য :
advertisement

১. বাংলায় ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন মোদি ৷ বলেন, ‘স্পিডব্রেকার উঠলেই উন্নয়ন ৷ স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি ৷ সব বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করছে ৷’

২.দিনহাটার সভা থেকে মমতার পাল্টা জবাব, 'মোদির সময়সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তিনি এখন প্রধানমন্ত্রী নন, তিনি এখন ''এক্সপায়ারিবাবু''।

৩.দেশের গরিব মানুষদের জন্য কাজ করেছেন মোদি ।ব্রিগেডের জনসভায় মোদির দাবি-'গরিবদের জন্য কাজ করা যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধ করেছি আমি'।

advertisement

৪. মোদিকে পাল্টা জবাব দিয়েছেন মমতা-‘‘উনি বলছেন,গরিবের জন্য কাজ হয়নি পশ্চিমবঙ্গে,গায়ের জোরে মিথ্যা কথা বলছেন মোদি,ক্ষমতা থাকলে মুখোমুখি বিতর্কে বসুন,চৌকিদারকে আমি জবাব দেব'।

৫. ১৯ এর মোদি-বিরোধী ব্রিগেড জনসমাবেশকে 'জলসা' বলে আখ্যা দিয়েছেন মোদি । তিনি জানিয়েছেন-'রাজ্যে মমতার রাজনৈতিক ভিত কেঁপে গিয়েছে। হঠাৎ কেন মোদি হঠাও শ্লোগান বিরোধীদে'?

৬. সাম্প্রতিক পুলওয়ামা হামলা নিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন মোদি । এয়ারস্ট্রাইক নিয়ে কারা প্রশ্ন তোলে?কারা সেনাদের হতাশ করেছে?সেনাকে অপমান কারা করেছে?। সেনার সাফল্যকে নাটক বলা হচ্ছে,তৃণমূলকে কটাক্ষ করেছেন মোদি।

advertisement

৭. সেনার রক্তে রাজনীতি করছেন মোদি, পাল্টা জবাব দিয়েছেন মমতা । ‘প্রচারে সেনার কথা উল্লেখ নিষেধ কমিশনের,মোদি কী করে সেনার কথা বলছেন, প্রশ্ন মমতার।মোদির কাছে জাতীয়তাবাদ শিখব না:মমতা

আমরা জাতীয়তাবাদী,মোদি ফ্যাসিস্ট, মন্তব্য মমতার।

৮. ব্রিগেডে হ্যাঙারে সভা নিয়েও কটাক্ষ করেছেন মমতা। তিনি জানিয়েছেন-'টাকার হাঙররা হ্যাঙারে মিটিং করছে,জনতার টাকায় হ্যাঙারে সভা বিজেপির। ‘২৩ মে-র পর ওই হ্যাঙারেই লুকোতে হবে’।

advertisement

৯. তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদির বক্তব্য-পিসি-ভাইপো পরিবারতন্ত্র চালাচ্ছে, পরিবারতন্ত্র শেষ করতে পরিবর্তন চাই'।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

১০. দিনহাটার সভায় মোদিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার-‘আগে বাংলায় একটা আসন পেয়ে দেখান’। পাশাপাশি মমতা জানিয়েছেন রাজ্যে কোনওভাবেই এনআরসি প্রযোজ্য হবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'স্পিডব্রেকার' বনাম 'এক্সপায়ারিবাবু' , মোদি-মমতার সেরা ১০ রাজনৈতিক তরজা