প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাবা মায়ের সঙ্গেই কসবার বাড়িতে থাকতো স্বরস্বতী। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে কসবা থানা। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সরস্বতী সদ্য মডেলিং এর কাজে যোগ দেয় বলে জানা যাচ্ছে। কোনও সম্পর্কের টানাপোড়েনের কারণে সে মানসিক অবসাদের স্বীকার হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বেশকিছু দিন ধরে সরস্বতী অবসাদে ভুগছিল বলেই পারিবারিক সূত্রে জানা গিয়েছে বলেই পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে (Model Death Kolkata)।
advertisement
ঘটনাটি ঘটে গতকাল রাতে। দেহ ময়নাতদন্তের পরে দাহ করা হয়েছে আজ। তবে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে সরস্বতীর মডেলিং করার কথা জানা গেলেও পরে পরিবারের তরফে দাবি করা হয়েছে, মেয়েটি মেহেন্দি আর টিউশনি করতো। মোবাইলে ছবি তুলতে ভালোবাসত। তাঁর মৃত্যুতে অবশ্য এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি তাঁর পরিবার। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
কেন বারবার একের পর এক তরুণীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? কী কারণ রয়েছে নেপথ্যে? গত কয়েক দিনের ব্যবধানে পর পর মডেল অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে কলকাতাবাসীর মন-মস্তিষ্ক। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে উঠেছে আলোচনার ঝড়। অবসাদ না সম্পর্কের টানাপোড়েন এই নিয়ে ধন্ধে পরিবারগুলিও।