শুক্রবার কাটোয়ার মূল কেন্দ্রে ১৮ টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে বৈঠক করে শিক্ষা দপ্তরের আধিকারিক। কীভাবে মোবাইল ডিটেকশন ডিভাইস ব্যবহার করতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয় পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের। সূত্রের খবর, কাটোয়া শহরের পাঁচটি কেন্দ্রে এই বিশেষ ব্যবস্থা থাকবে। এর আগেই বোর্ডের তরফে জানানো হয়েছিল পরীক্ষার সময় অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ছাত্র-ছাত্রীদের। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
advertisement
নিরাপত্তার বাঁধন আঁটোসাঁটো করেও প্রশ্নফাঁস রুখতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক পদক্ষেপ নিয়েও পরপর ছদিনই স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে প্রশ্ন পত্রের ছবি। এ দিকটি মাথায় রেখেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে নতুন নিয়ম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর প্রায় আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসবে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। আশা করা হচ্ছে উচ্চ মাধ্যমিকে আর প্রশ্নপত্র নিয়ে আর কোনও ঘটনা ঘটবে না।