প্রসঙ্গত, নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিতিতে EZCC তে কিছু বিতর্কিত মন্তব্য করেন মিঠুন। সেই মন্তব্য ঘিরে BNS ৮ ধারায় অভিযুক্ত হন মিঠুন। মে মাসে ফের মামলার শুনানি। নির্দেশ অনুযায়ী আদালত স্পষ্ট জানিয়েছে, আপাতত এফআইআর-এর উপর তদন্ত চলতে পারে। মুম্বই বাসিন্দা হওয়ায় তদন্তের প্রয়োজনে ভার্চুয়াল হাজিরা দেবেন মিঠুন চক্রবর্তী। রক্ষাকবচ মিঠুন চক্রবর্তীকে। হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।।
advertisement
আরও পড়ুন: হার্ট অ্যাটাকের ‘৩০ দিন’ আগে…! শরীরে দেখা দেয় এই ‘লক্ষণ’! সাইন দেখলেই ‘সতর্ক’ হন! নইলে
মিঠুন চক্রবর্তীর তরফে আইনজীবী বিকাশ সিং জানান, “হাইকোর্টে এই মামলাটি ফের শুনানির জন্য আসবে মে মাসে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে বারবার মিথ্যে মামলা করে তাঁকে হেনস্তা করা হয়েছে। আমরা হাইকোর্টের ওপর আশাবাদী সুবিচার নিয়ে।”