অন্যদিকে সমাজ মাধ্যমে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘ভারত সরকার কর্তৃক প্রদত্ত চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হতে চলেছেন বাংলার তথা ভারতবর্ষের অন্যতম গর্ব মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলা তথা সমগ্র বাঙালি জাতির মুখ উজ্জ্বল করার জন্য তাঁকে অভিনন্দন জানাই। আমরা গর্বিত।’’
advertisement
আরও পড়ুন- রাশিফল অক্টোবর ২০২৪: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী৷ আগামী ৮ অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
গতকাল, সোমবার প্রথম কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ খবর প্রকাশ্যে আনেন। মিঠুনকে দাদাসাহেব ফালকে পুরস্কারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমি আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তাঁর বহুমুখী অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত। তাঁকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।’’