আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের পর ভিডিও বার্তায় ঘটনা তীব্র নিন্দা করেছিলেন মিঠুন। শুধুমাত্র ভিডিও বার্তা দেওয়াই নয়, নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে এর আগে অংশ নেন তিনি। আর আজ, সোমবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনের ধরনা অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখবেন মিঠুন।
advertisement
আরজি কর ঘটনার পরে পরেই মিঠুন চক্রবর্তী এক ভিডিও বার্তায় আগেই বলেছিলেন, ‘‘আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কী বলব, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি। নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।’’
আর আজ, সোমবার ধর্মতলার মঞ্চ থেকে কী বলেন ‘মহাগুরু’? সেদিকেই নজর সবার। বিজেপির শেষ দিনের ধর্মতলার মঞ্চে সোমবার উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব।