নবমীতেই বিসর্জন। বিয়ের ৬ মাস কাটতে না কাটতেই রহস্যমৃত্যু গড়িয়ার শান্তিনগরের বাসিন্দা মিতা মণ্ডলের। তাঁর পরিবারের অভিযোগ, পণের দাবিতেই খুন করা হয়েছে মিতাকে।
মিতার মৃত্যু তুলে দিয়েছে নানা প্রশ্ন। এখন উত্তর হাতড়ে বেড়াচ্ছে শান্তিনগরের দাস পরিবার।
রবিবার, গড়িয়ার শান্তিনগরে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মিছিল করেন স্থানীয় বাসিন্দা ও মিতার বন্ধুরা।
advertisement
নবমীতে মৃত্যু, দশমীতে শেষকৃত্য। কয়েকটা দিন কাটলেও, এখনও ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মিতার পরিবার।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি হাসিখুশি মেয়ের বিয়ের ছবি, পাশেই রয়েছে রক্তাক্ত, কালশিটে পড়া একটি মেয়ের মুখ ৷ একটু ভালো করে দেখলে বোঝা যায়, হাসিখুশি মেয়েটির ছবির পাশের ছবিটি তাঁর নিথর দেহের ৷ সঙ্গের লেখাটি পড়ে শিউরে উঠতে হয় ৷
পারিবারিক হিংসার বলি হওয়া সহপাঠীর জন্য ন্যায় চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করেন মিতার বন্ধু শারদ্বত মান্না ৷ তাঁর পোস্ট থেকেই জানা যায়, মিতা মন্ডলের মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে একাধিক প্রশ্ন ৷
ন্যায় বিচার চাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ মিতার পরিবার ৷ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন তারা ৷