উত্তর হবে স্থানীয় থানার পুলিশকে দেওয়ার জন্য এতো তোড়জোড় । পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য সরকার । রাজ্যে ওইদিন টিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী র উদ্দেশে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন নবান্ন সভাঘরে বেলা একটার সময় পুলিশ বাহিনীকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী ।কোভিড যুদ্ধে বাহিনীর অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হবে পুলিশের জওয়ান দের । তবে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের পাশেই সকাল থেকে স্থানীয় থানায় থানায় যাবেন রাজ্যের গুরুত্বপুর্ণ মন্ত্রী রা । পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় গড়িয়াহাট থানায় এক বিশাল কেক উপহার নিয়ে যাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । তিন ফুট বাই তিন ফুটের ওই বিশাল কেক অর্ডার দেওয়া হয়েছে এক নামী কেক প্রস্তুতকারক সংস্থা কে । ওইদিন ই সকাল এগারোটায় কলকাতা পুরসভা সংবর্ধিত করবে নিউ মার্কেট থানার কর্মরত পুলিশ বাহিনী কে । উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম । রসগোল্লার হাঁড়ি নিয়ে ওইদিনই এয়ারপোর্ট , নিমতা থানা সহ চার থানায় যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । ঠাকুরপুকুর , বেহালা , সরশুনা থানায় মিষ্টির প্যাকেট হাতে যাবেন পার্থ চ্যাটার্জি । সব মিলিয়ে নিছক নবান্নের আনুষ্ঠানিকতা নয় , সার্বিক ভাবে পুলিশ দিবসের বার্তা পৌঁছে দিতে রাস্তায় মমতার মন্ত্রিসভা ।।
advertisement
SOURAV GUHA