অন্যদিকে পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, কলকাতা মেট্রোর সময়সীমা দেখে নিন।
ব্ল লাইন
পঞ্চমী (২৭.০৯.২০২৫)
পঞ্চমী (শনিবার) অর্থাৎ ২৭.০৯.২০২৫ তারিখে ব্লু লাইনে মোট ২৬২টি পরিষেবা (১৩১টি উপরে এবং ১৩১টি ডিএন) সকাল ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত পরিচালিত হবে। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত লক্ষ্য করা হয়েছে।
advertisement
প্রথম পরিষেবা:
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:০০ টায়
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:০০ টায়
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮:০০ টায়
নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮:০০ টায়
শেষ পরিষেবা:
২২:৪৭ টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে
22:48 টায়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
23:00 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দম দম পর্যন্ত