TRENDING:

Metro Yellow Line Service: ধুঁকছে ব্লু লাইন, হলুদে বাড়ছে পরিষেবা! শনি এবং রবিবারও চলবে বিমানবন্দর যাওয়ার মেট্রো

Last Updated:

গত ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে বিমানবন্দর শাখায় মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা দিতে গিয়ে প্রায় প্রতিদিনই সমস্যার সম্মুখীন হচ্ছেন মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা৷ কোনও সময় ট্রেন সময়ে আসছে না, কখনও আবার ভিড়ের চাপে মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছে না৷ আবার অনেক সময় গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই মাঝপথে যাত্রা শেষ করে দিচ্ছে মেট্রো৷
হলুদ লাইনে আরও মেট্রো৷
হলুদ লাইনে আরও মেট্রো৷
advertisement

যাত্রীদের অভিযোগ, নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে মেট্রোর নতুন হলুদ লাইনের পরিষেবা শুরু হওয়ার পর থেকেই মেট্রোর ব্লু লাইনে সমস্যা বেড়েছে৷ এরই মধ্যে নতুন চালু হওয়া হলুদ লাইনে এবার থেকে শনি এবং রবিবারও পরিষেবা শুরু করতে চলেছে মেট্রো রেল৷

গত ২২ অগাস্ট নোয়াপাড়া থেকে বিমানবন্দর শাখায় মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও উদ্বোধনের পর থেকে শনি এবং রবিবার হলুদ লাইনে পরিষেবা বন্ধ থাকত৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, উদ্বোধনের পর থেকে মেট্রোর হলুদ লাইনে যাত্রীদের যথেষ্ট ভাল সাড়া মিলেছে৷ গত সোমবার যাত্রী সংখ্যা ৭০০০ ছাড়িয়ে গিয়েছে৷ যাত্রীদের ভাল সাড়া পাওয়ার পরই শনি এবং রবিবারও লুদ লাইনে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার মেট্রোর হলুদ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪৪টি ট্রেন চালানো হবে৷ রবিবার চালানো হবে ৪০টি ট্রেন৷ শনিবার সকাল ৭.৩৫ থেকে রাত ৮.৩২ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে৷ রবিবার প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে সকাল ৮.৩৫ এবং রাত ৮.২২ মিনিটে৷ শনি এবং রবিবার ৩৫ মিনিটের ব্যবধানে হলুদ লাইনে মেট্রো চলবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Yellow Line Service: ধুঁকছে ব্লু লাইন, হলুদে বাড়ছে পরিষেবা! শনি এবং রবিবারও চলবে বিমানবন্দর যাওয়ার মেট্রো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল