সারদা,রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড মামলায় কতদূর এগিয়েছে তদন্ত। কী কী তথ্য মিলেছে, এককথায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সবিস্তার খতিয়ান নেবেন রাকেশ আস্থানা।
নিজাম প্যালেসে পৃথক পৃথক বৈঠকে আলোচিত হবে পৃথক পৃথক মামলার তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। চিটফান্ড মামলার সঙ্গে সঙ্গে আলোচনা হবে নারদ তদন্ত নিয়েও। এর পর কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেবিষয়েও নির্দেশ দেবেন রাকেশ আস্থানা।
advertisement
রাকেশ আস্থানা এতদিন দিল্লি থেকেই সারদা, রোজভ্যালি ও নারদ স্টিং তদন্তের মামলার তদন্তপ্রক্রিয়া পরিচালন করতেন। উল্লেখ্য, সিটের রিপোর্টে খুশি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই সমস্ত মামলার এ যাবতকালের তদন্ত রিপোর্ট খতিয়ে দেখতে সশরীরে কলকাতায় সিবিআই স্পেশাল ডিরেক্টর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 20, 2018 12:21 PM IST
