TRENDING:

সারদা, রোজভ্যালি সহ একাধিক চিটফান্ড মামলা নিয়ে বৈঠকে সিবিআই স্পেশাল ডিরেক্টর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবার কলকাতায় পা রেখেই নিজের কর্মসূচি সম্পর্কে জানিয়েছিলেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। সেই মতোই বুধবার সকাল থেকেই নিজাম প্যালেসে সারদা, নারদ, রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে সিবিআই কর্তা।
advertisement

সারদা,রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড মামলায় কতদূর এগিয়েছে তদন্ত। কী কী তথ্য মিলেছে, এককথায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সবিস্তার খতিয়ান নেবেন রাকেশ আস্থানা।

নিজাম প্যালেসে পৃথক পৃথক বৈঠকে আলোচিত হবে পৃথক পৃথক মামলার তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। চিটফান্ড মামলার সঙ্গে সঙ্গে আলোচনা হবে নারদ তদন্ত নিয়েও। এর পর কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেবিষয়েও নির্দেশ দেবেন রাকেশ আস্থানা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ আস্থানা এতদিন দিল্লি থেকেই সারদা, রোজভ্যালি ও নারদ স্টিং তদন্তের মামলার তদন্তপ্রক্রিয়া পরিচালন করতেন। উল্লেখ্য, সিটের রিপোর্টে খুশি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই সমস্ত মামলার এ যাবতকালের তদন্ত রিপোর্ট খতিয়ে দেখতে সশরীরে কলকাতায় সিবিআই স্পেশাল ডিরেক্টর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সারদা, রোজভ্যালি সহ একাধিক চিটফান্ড মামলা নিয়ে বৈঠকে সিবিআই স্পেশাল ডিরেক্টর