SIR-এ ‘স্বচ্ছ’ ভাবমূর্তির BLO-র দাবি জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই বিএলও-র যদি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকে, তা হলে তাঁর সংগ্রহ করা তথ্য কি আদৌ নিরপেক্ষ হবে? সেই প্রশ্ন তুলেছিলেন তিনি।
ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের ৮৭ নম্বর বুথের বিএলও মহম্মদ আলাউদ্দিন মোল্লা। তবে শুভেন্দুর অভিযোগ, বিএলও-র পাশাপাশি তিনি সরিসার তৃণমূল অঞ্চল সভাপতি। আর শুধু নিজেই নয়, আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের পদাধিকারী। ডায়মন্ড হারবারে ২ নং ব্লকের নির্বাচিত প্রার্থী তিনি।
advertisement
এদিন নিজের পোস্টেই শুভেন্দু লেখেন, ‘আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ করব, এই রকম রাজনৈতিক প্রভাব ও পরিচয় সম্পন্ন বিএলও-দের দয়া করে সরিয়ে দিন। এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে। এদেরকে সরিয়ে দিতে পারলে তবে রাজ্যের শাসকদলকে ভোটার তালিকায় বদল বা প্রভাব খাটানো থেকে নিস্ক্রিয় করা যাবে।’ উল্লেখ্য, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতেই জেলাশাসকের থেকে ওই বিএলও-র বিষয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
