যদি কোন ব্যাক্তি পার্ক স্ট্রীটের দিক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউতে যেতে চাইলে, তাদের অনেক সময় খরচ করতে হবে ডোরিনা ক্রসিং পার করে ভিক্টোরিয়া হাউস যেতে হবে। লেলিন সরনী বন্ধ রাখা হয়েছে মিছিলের চাপে। এন ব্যানার্জি রোড দিয়ে সোজা ধর্মতলার দিকে রাস্তা ছিল বন্ধ। একই ভাবে বিবাদী বাগের দিক থেকে আসা গাড়িগুলো ধরতে পারলো না লেলিন সরনী। সেন্ট্রাল অ্যাভিনিউের দিক থেকে পার্ক স্টীটের দিকে রাস্তা খোলা থাকলেও মিছিলে সমর্থকরা মাঝে মধ্যেই ছিলেন রাস্তার উপর, তার জেরে গাড়ি যাচ্ছিল থমকে। এছাড়াও প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিক্ষোভ প্রদর্শনের জন্য একাধিক রাস্তা ছিল বন্ধ, যেতে হয়েছিল ঘুরপথে।
advertisement
শনিবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা যে মিছিল নগরী হবে তা জানা ছিল লালবাজারের। সেই জন্য প্রস্তুতিও ছিল অনেক। ধর্মতলার মিছিলে কোন অশান্তি না হয় ও রাজভবনের দিকে যেন কোন বিক্ষোভকারী না যেতে পারে তার জন্য ধর্মতলা চত্বরে ছিলেন লালবাজারের বিভিন্ন পুলিশ কর্তা। ধর্মতলা থেকে রাজভবনের দুরত্ব কম নয়, সেই কথা মাথায় রেখে পুলিশের তরফে অ্যালুমিনিয়াম ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। ছিল প্রচুর পরিমাণে লাঠিধারী পুলিশ। শনিবারের পর বছরের দ্বিতীয় রবিবারও একই অবস্থা হতে পারে ধর্মতলার।