TRENDING:

বাগরির ছায়া গড়িয়াহাটে ! এই কারণেই ভয়াবহ অগ্নিকাণ্ড, অনুমান দমকলকর্মীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাঝরাতে ফুটপাথের ডালা থেকে বহুতলে ভয়াবহ আগুন। বাগরি মার্কেটের মতো গড়িয়াহাট মোড়েও একইভাবে আগুন বলে অনুমান দমকলের। অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুনের গ্রাসে চলে যায় বাড়িটির একাধিক তল। তদন্তে ঘটনাস্থলে ফরেনসিক দল।
advertisement

১৫ সেপ্টেম্বর, ২০১৮, মাঝরাতে ফুটপাথে আগুন। সেই আগুনেই পুড়ে ছাই বাগরি মার্কেট। মাস চারেক আগের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরে এল শনিবার মাঝরাতে। ফের বাগরি মার্কেটের মতো বিধ্বংসী আগুনের সাক্ষী হল কলকাতা। রাত বারোটা পঁয়তাল্লিশ নাগাদ, আগুনের গ্রাসে গড়িয়াহাট মোড়ের বহুতল।

ফুটপাথের ডালার আগুন যেন লাফিয়ে লাফিয়ে উঠল বহুতলে। নেই নূন্যতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা। শনিবার রাতের ঘটনায় বেরিয়ে এসেছে বহুতলবাসীদের নিরাপত্তার আসল ছবিটা। দমকল কর্মীদের বক্তব্যেও সেই ইঙ্গিত।

advertisement

তাপমাত্রার নিরিখে বাগরির আগুন ছিল ভয়াবহ। তবে, শনিবার রাতের আগুনে তাপমাত্রা পৌঁছয় ৩৪৫ ডিগ্রি সেলসিয়াসে।

ফুটপাথ থেকেই আগুনের উৎস বলে অভিযোগ দমকলমন্ত্রীরও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার তদন্ত শুরু করেছে ফরেনসিক বিভাগ। বাগরির পর গড়িয়াহাট মোড়। আগুন যেন এখন মাঝরাতের আতঙ্ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগরির ছায়া গড়িয়াহাটে ! এই কারণেই ভয়াবহ অগ্নিকাণ্ড, অনুমান দমকলকর্মীদের