TRENDING:

Deys Medical Fire: বন্ডেল গেটে দেজ মেডিক্যালের কারখানায় ভয়াবহ আগুন, লাগোয়া বহুতলগুলিতেও আতঙ্ক! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Last Updated:

যেহেতু ওষুধের কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল, তাই আগুন কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বন্ডেল গেটের কাছে দেজ মেডিক্যালের কারখানায় ভয়াবহ আগুন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন৷ গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়৷
দেজ মেডিক্যালের কারখানায় আগুন৷
দেজ মেডিক্যালের কারখানায় আগুন৷
advertisement

যেহেতু ওষুধের কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল, তাই আগুন কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়েছে৷ বন্ডেল গেট চত্বরে রাস্তায় যান চলাচলও বন্ধ রাখা হয়েছে৷ এই কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে৷ আশেপাশের বহুতলের ছাদে উঠে সেখান থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা৷

এখনও কারখানার ভিতরে প্রবেশ করতে পারেননি দমকলকর্মীরা৷ কারখানার একেবারে গা লাগোয়া আবাসিক বহুতল রয়েছে, তাই যে কোনও ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে৷ কারখানার ভিতরে আগুনের উৎসস্থলেও পৌঁছনো সম্ভব হচ্ছে না৷ বিকেল চারটে নাগাদ আগুন লাগে বলে খবর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় কারখানার দোতলায় আগুনের উৎসস্থলের কাছে পৌঁছতে পারেন দমকলকর্মীরা৷ আগুন আরও বড় আকার নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়৷ কারখানার ভিতরে থাকা এক কর্মী অগ্নিকাণ্ডের ঘটনায় অল্প আহত হয়েছেন বলে খবর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Deys Medical Fire: বন্ডেল গেটে দেজ মেডিক্যালের কারখানায় ভয়াবহ আগুন, লাগোয়া বহুতলগুলিতেও আতঙ্ক! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল