প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '' শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আজকের এই শুভ দিনে উপরওয়ালার কাছে কামনা করি, পেট্রোলের দামের মতো আকাশছোঁয়া হোক আপনার খুশি। গ্যাসের দামের গতিতেই বৃদ্ধি পাক আপনার সমস্ত পার্থিব সুখ। সর্ষের তেলের দামের মত বাড়তে থাকুক আপনার স্যুট, বুট, বিমান কিংবা গাড়ির সংখ্যা। জনতার ব্যাঙ্কের টাকার মতই সমস্ত বিপদ ও বিষাদ "কেটে" যাক আপনার জীবন থেকে। স্বপ্ল সঞ্চয় কিংবা PF–এর সুদের মতই কমে আসুক সমস্ত পুঞ্জিত বেদনা। জিডিপির মতই পতন হোক আপনার অন্তর্দলীয় শত্রুদের.. দেশের সম্প্রীতির মতই ভেঙে যাক তাদের মনোবল।
advertisement
ফাইনালি প্রার্থনা, পরম করুণাময় ঈশ্বর আগামী দিনগুলিতে আপনাকে মূল্যবৃদ্ধির মতো সদা ফিট অ্যান্ড স্টেডি রাখুন।
এখন সাধারণ নাগরিক
দেবাংশু ভট্টাচার্য"
আরও পড়ুন: পূর্বাঞ্চল জয় থেকে সামাজিক ভিত্তি, এই পাঁচটি বিষয়ে মোদি আমূল বদলে ফেলেছেন BJP-কে
আরও পড়ুন: দেশের প্রতি কর্তব্যে অটল মোদি, নতুন ভারত গড়ার ক্ষেত্রে এই নীতিগুলিই তাঁর মূলমন্ত্র
দেবাংশুর বক্তব্য, যে ভাবে সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে, তাতে বিজেপি নেতাদের এই জন্মদিন পালন উৎসব যথাযথ নয়। এদিন ট্যুইট করেছেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তিনি লিখেছেন, অপরাধের সংখ্যা বাড়ছে৷ বেড়েছে বেকারত্বের সংখ্যা৷ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম ক্রমাগত বাড়ছে৷ এতে বোঝা যাচ্ছে দেশ নতুন মাইলস্টোন তৈরি করছে৷
Abir Ghoshal