গতকালের ওড়িশার বালেশ্বরের কাছে দূর্ঘটনা হয়। চলছে উদ্ধারকাজ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তার মধ্যে রয়েছে শ্যামপুরের পলতাবেড়িয়ার বাসিন্দা পিনাকী মন্ডল (৪৪)। বিভিন্ন ট্রেনে হকারি (চা বিক্রি) করতেন তিনি। গতকাল হকারি করছিলেন করমণ্ডল এক্সপ্রেসে।দূর্ঘটনার পর তার দেহ উদ্ধার করে পরিচিতরাই। খবর দেওয়া হয় পরিবারের লোককে।
আরও পড়ুন: বাংলার কী দুঃখ আজ! কেউ ছেলে হারাল, কারও মা নিখোঁজ! চোখের জলই সম্বল
advertisement
খবর পেয়ে দেহ আনতে বালেশ্বরে রহনা হয়েছেন তাঁর স্ত্রী জ্যোৎস্না মণ্ডল সহ পরিবারের লোকজন। পরিবারের একমাত্র উপার্জনকারী পিনাকী। এক পলকে যেন শেষ হয়ে গেল গোটা একটা পরিবার।
অভিশপ্ত করমমন্ডল এক্সপ্রেসে প্রাণ হারালেন সাগরদিঘির পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের চন্ডীগ্রামের মুন্সি টুডু। পরিযায়ী শ্রমিকের কাজের জন্য কেরলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তিনি। হঠাৎ যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল সবকিছু। ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন মুন্সি।
এ ছাড়াও দুর্ঘটনায় ভয়ঙ্কর ভাবে আহত হয়েছেন সাগরদিঘির অন্য ২ বাসিন্দা শম্ভুলাল কিসকু ও শীলবানী টুডু। দু’জনেই পেশায় পরিযায়ী শ্রমিক। তবে মুন্সির দেহ নিতে এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি কেউ। সরকারের কাছে মুন্সির মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছে তার পরিবার।