TRENDING:

'১২ ঘণ্টা কাটতে না কাটতেই...!' মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিসে ভাঙচুর! বিধায়ক 'নাম' করে আঙুল তুললেন কাদের দিকে?

Last Updated:

Manoranjan Bapari: বলাগরের বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর। গতকাল রাতেই দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতেও দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বলাগরের বিধায়ক মনোরঞ্জনের ব্যাপারীর পার্টি অফিস ভাঙচুর। কে বা কারা ভেঙেছে সেই বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি এখনও পর্যন্ত। গতকাল রাতেই দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতেও দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁর স্বামী সুরজিৎ মুখোপাধ্যায়কে মারধোর করা হয় বলে অভিযোগ।
মনোরঞ্জনের ব্যাপারী
মনোরঞ্জনের ব্যাপারী
advertisement

বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই তৃণমূলের ওই নেতাদের উপর দলের একাংশই হামলা করেছে বলে অভিযোগ। গত দুদিন ধরে বলাগরের বিধায়ক সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট ঘিরে দলের অন্দরে বিক্ষোভ দানা বাধছিল। বিধায়ক এদিন বলেন, “বলেছিলাম আমার উপর হামলা হতে পারে। আমার কথার বারো ঘণ্টা কাটতে না কাটতেই রাতের আঁধারে জিরাটের আমার বিধায়ক কার্যালয়ের উপরে হামলা হয়েছে। অফিসের লোকদের মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। দরজা জানালা ভাঙ্গা হয়েছে। আমি তখন কলকাতায়। আমাকে সামনে পেলে হয়ত খুন করে দিত।”

advertisement

আরও পড়ুন : ৯৯% মানুষই উত্তর খুঁজে হিমশিম…! বলুন তো মোবাইলের Full Form কী? চমকে দেবে ‘Google’ আর ‘Internet’-এর ফুল ফর্ম

আরও পড়ুন : ফুলে ফুলে উপচে পড়বে গোলাপ গাছ…! ধারেকাছে ঘেঁষবে না পোকামাকড়…! ১০ টাকার এই ‘ছোট্ট’ জিনিস জাস্ট ‘একচিমটি’!

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

বিধায়ক তাঁর অভিযোগে আরও যোগ করে বলেন, “প্রিয় বলাগড়ের আপামর জনসাধারণ, এই যখন অবস্থা তখন আমি আমার বিধায়ক কার্যালয়ে কী ভাবে যাব আপনারাই বলুন? কী করে বলাগড়ের জনগণকে পরিষেবা দেব? অবশেষে আমার আশঙ্কা সত্যি হল। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালাল আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হল দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি – দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত?”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'১২ ঘণ্টা কাটতে না কাটতেই...!' মনোরঞ্জন ব্যাপারীর পার্টি অফিসে ভাঙচুর! বিধায়ক 'নাম' করে আঙুল তুললেন কাদের দিকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল