শনিবার সেবু প্যাসিফিক বিমানসংস্থার ওই ফ্লাইটটি কুয়েত থেকে ফিলিপিন্সের রাজধানী মানিলা যাচ্ছিল ৷ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সন্তান-সম্ভবা ওই মহিলা যাত্রীর মাঝ-আকাশেই প্রসব-যন্ত্রণা শুরু হয় ৷
বিমান সেবিকা এবং যাত্রীদের মধ্যে থাকা কয়েকজন নার্স প্লেনের মধ্যেই সাহায্য করেন ওই গর্ভবতী মহিলাকে ৷ বিমান চালকও সেই সময় সবচেয়ে কাছে থাকা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেই সন্ধ্যা ৬টা নাগাদ বিমানটি জরুরী পরিস্থিতিতে অবতরণ করেন ৷ এই ঘটনার জন্য বিমানের অন্য যাত্রীদের কোনও সমস্যা হয়ে থাকলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ ’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2017 3:10 PM IST