জানা গিয়েছে, বিমানটি তখন ছাড়ার মুখে৷ এক যাত্রী বিমানে বসে টেক-অফের সময় বিমানটি বিস্ফোরণের হুমকি দিচ্ছিল ফোন৷ যাত্রীদের প্রাণে মারাও হুমকি শোনা যায় তার গলায়৷ যাত্রীদের কাছে খবর পেয়েই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট৷
রানওয়ে থেকে বিমানটি ফেরানো হয় ট্যাক্সি বে-তে৷ দ্রুত যাত্রীদের নামিয়ে খালি করা হয়৷ গোটা বিমান তল্লাশি শুরু করে সিআইএসএফ৷ অভিযুক্ত যাত্রীকে আটক করে জেরা করা হচ্ছে৷ কাকে ফোনম করছিল ওই যাত্রী, তা জানার চেষ্টা চলছে৷ প্রসঙ্গত, দিল্লিতেও গত সপ্তাহে একই ঘটনা ঘটেছিল৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2018 11:12 AM IST