তার আগে ম্যানগ্রোভ নিয়ে বিশেষ প্রচার শুরু হয়েছে সুন্দরবনজুড়ে৷ কিন্তু এবছর নার্সারিতে লক্ষ লক্ষ গাছ থাকলেও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে বেশিরভাগ নার্সারি। ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ থাকার কারণে এই নার্সারিগুলির পরিচর্যা করা সম্ভব হচ্ছে না বলেই দাবি পঞ্চায়েত প্রধানদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে সব থেকে ভাল ম্যানগ্রোভের নার্সারি তৈরি করা হয়েছে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মাতলা নদীর চরে তৈরি হওয়া এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নার্সারিতে এ বছর প্রায় ৫ লক্ষ ম্যানগ্রোভ চারা তৈরি করা হয়েছে।বিগত বছরগুলিতে এখান থেকেই গাছ নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদীর চরে নতুন করে ম্যানগ্রোভ বসানো হয়েছে। কিন্তু এবছর নার্সারিতে ম্যানগ্রোভ থাকলেও সেই ম্যানগ্রোভ তুলে নিয়ে অন্যত্র বসানোর কাজ প্রায় বন্ধ।
advertisement
আরও পড়ুন- কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ ! গ্রেফতার বন্যপ্রাণী পাচার চক্রের ৩ চাঁই
অন্যদিকে ১০০ দিনের প্রকল্পের টাকা বন্ধ থাকায় এই নার্সারির পরিচর্যাও বন্ধের মুখে। ফলে নষ্ট হচ্ছে নার্সারিতে থাকা লক্ষ লক্ষ গাছ।শুধু নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, সুন্দরবনের গোসাবা ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার নার্সারিতেও একই অবস্থা। মাসের পর মাস নার্সারিতে কাজ করেও টাকা না পেয়ে শ্রমিকরা অন্যত্র কাজে চলে গিয়েছেন বলে দাবি পঞ্চায়েতের। তবে এখনও কিছু কিছু জায়গায় পাওনা টাকা পাওয়ার আশায় কিছু মানুষ ম্যানগ্রোভের পরিচর্যা করছেন ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।