শুক্রবার বাজার খুলতেই টাকার দামে ঐতিহাসিক পতন ৷ এদিন ডলারের তুলনায় টাকার দাম ২৬ পয়সা কমে দাঁড়ায় ৭১ টাকায় ৷ জানুয়ারি থেকে এদিন পর্যন্ত ১০ শতাংশ পতন টাকার দামে ৷ শঙ্কা আরও বাড়িয়ে এদিনও চড়েছে পেট্রোপণ্যের দাম । গতকালই রেকর্ড দাম হয়েছিল ডিজেলের । আজও দিল্লিতে বেড়েছে পেট্রোলের দাম । আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে ডলারের দাম, এদিকে জ্বালানি সরবরাহ করতেই প্রচুর ডলার গুনতে হচ্ছে দিল্লিকে । সবমিলিয়ে অবস্থা এখন রীতিমত আশঙ্কাজনক ।
advertisement
আরও পড়ুন
একজোড়া জুতোই ধরিয়ে দিল খুনিকে, অবশেষে খুনের রহস্যভেদ
দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেলিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে উগরে দিলেন তাঁর ক্ষোভ ৷ জ্বালানির মূল্য বৃদ্ধি ও টাকার দামের পতনে কেন্দ্রের প্রবল সমালোচনা করে তিনি লেখেন, ‘পেট্রোপণ্যের দামে সর্বকালীন রেকর্ড ৷ গত ৫ মাসে বিদেশি মুদ্রার রিজার্ভ কমেছে ২১.৮৪ বিলিয়ন ৷ ঘাটতি বেড়েছে কারেন্ট অ্যাকাউন্টে ৷ জিডিপির ২.৮ শতাংশে বেড়েছে ঘাটতি ৷’
আরও পড়ুন
‘ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার’, স্যাটের রায় খারিজ করে জানাল হাইকোর্ট
দেশের এমন পরিস্থিতির জন্য জিএসটি লাগু করার কেন্দ্রীয় সিদ্ধান্তকেই দায়ী করেছেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, ‘তড়িঘড়ি জিএসটি চালু করা হয়েছে ৷ এজন্য আয় কমেছে রাজ্যগুলির ৷ গত আট মাসে রাজ্যগুলির আয় কমেছে ৪৮ হাজার ১৭৮ কোটি ৷ তার ফলে বেড়েছে কালোবাজারি ও হাওয়ালা ৷’
দেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি তৃণমূলনেত্রীর ৷ কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, কোন পথে যাচ্ছে দেশ?