মঙ্গল পাণ্ডের স্মৃতিকে সামনে রেখে বারাকপুরে সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ। টাকা বরাদ্দের পরেও কেন আটকে সেই প্রকল্প? মঙ্গলবার বারাসতের প্রশাসনিক বৈঠকে তা নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক খেতে হল বিধায়ক শীলভদ্র দত্ত ও সরকারি কর্তাদের। দ্রুত কাজ করার বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘কাগজপত্র চালাচালি আমি পছন্দ করি না ৷ কাগজপত্র নিয়ে এত সময় গেল কেন? এত সময় নষ্ট করা ঠিক নয় ৷ কাজে দেরি হলে, না করাই ভাল ৷ নিজেদের মধ্যে আলোচনা করেননি কেন? লাল-ফিতের বাঁধন কবে শেষ হবে?’
advertisement
লাল ফিতের ফাঁসে আটকে রাস্তার টেন্ডারও। তা নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি রেহেনা খাতুনকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী।
বীজপুরের বিস্তীর্ণ অংশে বেনামে বিপুল জমি বিক্রি হচ্ছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।
গাছ কাটা নিয়ে হাইকোর্টে আইনি জটে আটকে পঁয়তিরিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। সেই সমস্যা সমাধানে রাস্তাও দেখিয়েছেন মমতা। পুরোন গাছ না কেটে সেগুলি স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।