এবার সেই বিষয়ে ফেসবুক পোস্টে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী জানান, ‘নোট বাতিলে উদ্বেগ প্রকাশ করেছিলাম ৷ বলেছিলাম জিডিপি কমবে ২ শতাংশ ৷ প্রচুর মানুষ কাজ হারাবেন ৷ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে ৷ আজ সেটাই সত্যি বলে প্রমাণিত হল ৷’
ফেসবুকে তিনি আরও লেখেন, ‘চতুর্থ ত্রৈমাসিকে GDP কমে হয়েছে ৬.১%’
advertisement
আগের বছর অঙ্কটা ছিল ৭.৯% ৷ অর্থাৎ কমেছে প্রায় ২%’ ৷ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাঁটাই হয়েছে ৷ কৃষি ও অসংগঠিত ক্ষেত্রে ভয়ঙ্কর চেহারা ৷ যাঁরা দেশের এই হাল করলেন ৷ দেশের মানুষকে তাঁরা কী জবাব দেবেন?’,
ফেসবুকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এর জেরে দেশেরে বিভিন্ন প্রান্তে বহু মানুষ চাকরি হারাচ্ছেন ৷ কৃষিক্ষত্রে ও অন্যান্য সেক্টর যেমন দেশের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রগুলি খুব খারাপ অবস্থায় রয়েছে ৷ যারা দেশকে এই জায়াগায় নিয়ে গিয়েছে তাদের এই বিষয়ে কী মন্তব্য বলে প্রশ্ন তুলেছেন তিনি ৷
পরিসংখ্যানবিদদের মতে মোদি সরকারের নোট বাতিলের জেরেই ধাক্কা খেয়েছে আর্থিক বৃদ্ধি ৷