TRENDING:

Mamata Banerjee: আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত বিরাট দুর্ঘটনা! বিমান-বিভ্রাট নিয়ে মুখ খুললেন মমতা

Last Updated:

Mamata Banerjee: গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার সময় ঘটে ওই বিভ্রাট। জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নীচে নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বারবার বিপত্তি। বারাণসী থেকে কলকাতায় ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান ল্যান্ডিংয়ে বিভ্রাট নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী নিজেই। জানালেন, সেদিন কোন টারবুলেন্স হয়নি। পাইলটের দক্ষতায় অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাওয়া গিয়েছে। তবে, আর দশ-পনেরো সেকেন্ড দেরি হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এখনও ব্যথায় ভুগছেন মুখ্যমন্ত্রী
এখনও ব্যথায় ভুগছেন মুখ্যমন্ত্রী
advertisement

গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার সময় ঘটে ওই বিভ্রাট। জানা গিয়েছে, ল্যান্ডিংয়ের সময় আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে বেশ কিছুটা নীচে নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি। ল্যান্ডিংয়ের ঠিক আগেই এমন ঘটনা ঘটে। সেই সময়ে প্রবল ঝাঁকুনি দেওয়ায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন বিধানসভার অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''সেদিন কাছাকাছি আরেকটি প্লেন এসেছিল। কোন টারবুলেন্স নয়। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন। তাই কোন সংঘর্ষ হয়নি। হঠাৎ ৮০০০ ফুট থেকে নীচে নেমে আসে বিমান।''

advertisement

আরও পড়ুন: দিলীপ ঘোষের বাইকে বসে 'বিপদে', গ্রেফতার পরোয়ানা জারি হতেই আদালতে লকেট!

তবে, মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ''আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। আমার কোমরে ও বুকে এখনও ব্যথা আছে। এই বিষয়ে আজ অবধি কোনও রিপোর্ট দেয়নি।''

আরও পড়ুন: ফিরহাদ হাকিমকে 'সমর্থন' দিলীপ ঘোষের! বললেন, 'সিদ্ধান্তকে স্বাগত'! ব্যাপার কী?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে, আচমকা এহেন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিমানে থাকা যাত্রীদের মধ্যে। কিন্তু কেন এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এখনও কোন রিপোর্ট যে পাওয়া যায়নি, তা এদিন মুখ্যমন্ত্রীই জানিয়ে দেন। গত সপ্তাহে দুদিনের সফরে বারাণসী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অখিলেশ যাদবের হয়ে প্রচারে যোগ দিতে তাঁর এই সফর ছিল। একই সঙ্গে কাশী বিশ্বনাথও দর্শন করেন তিনি। আর সেই সফর সেরে ফেরার পথেই ঘটে এই বিমান বিভ্রাট।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আর ১০-১৫ সেকেন্ড দেরি হলেই ঘটত বিরাট দুর্ঘটনা! বিমান-বিভ্রাট নিয়ে মুখ খুললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল