তিনি ওই পোস্টে আরও লেখেন, "আমি সবাইকে জানাতে চাই বিজেপি তাঁদের কিছু মিডিয়া বা চ্যানেলের মাধ্যমে ভুয়ো খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। সত্যিটাকে চাপা দেওয়া হচ্ছে। আমাদের সমাজের উন্নরির জন্য কাজ করেছেন রাম মোহন থেকে শুরু করে বিদ্যাসাগরের মতো মানুষরা। আর বিজেপি এখন বাঙালিকে টার্গেট করেছে তাদের নোংরা রাজনীতিকে সফল করার জন্য। আমার কোনও স্লোগান নিয়েই কোনও সমস্যা নেই। জয় হিন্দ বন্দেমাতরম আমাদের স্লোগান। সিপিআইএমের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। অন্যদের আরও অনেক স্লোগান আছে। জয় শ্রীরাম, জয় রামজি কি, রাম নাম সত্য হে এগুলো সমাজের একটা রীতি । আমরা অবশ্যই এই ডাক গুলোকে সম্মান করি। কিন্তু বিজেপি এই ধর্মীয় স্লোগানকে তাদের দলের স্লোগান হিসেবে কাজে লাগাচ্ছে। ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো হচ্ছে।" তিনি আর আরও লেখেন, " এই ভাবে সবাইকে বেশি দিন বোকা বানানো যাবে না। আমি বিজেপির এই কাজকে কখনই সমর্থন করি না। করবো না। বিজেপি কর্মীদের একাংশ ঘৃণা ছড়াচ্ছে। এই পরিস্থিতি অনভিপ্রেত।"
advertisement