ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, 'খেলা হবে দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷ গত বছর বেনজির সাফল্যের পর এ বছর যুব সমাজের আরও বেশি করে অংশগ্রহণ কামনা করি আমরা৷ এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যমকে তুলে ধরুক৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক৷'
প্রসঙ্গত, গত রবিবারই মুখ্যমন্ত্রী বেহালার সভা থেকে আজকের খেলা হবে দিবস থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে পাল্টা বিক্ষোভ, কর্মসূচিতে সামিল হওয়ার জন্য দলীয় নেতা, কর্মীদের নির্দেশ দিয়েছিলেন৷ নতুন রাজনৈতিক যুদ্ধ শুরুর ডাক দেন তিনি৷
advertisement
আরও পড়ুন: ১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধ শুরু: মমতা বন্দ্যোপাধ্যায়
যদিও মুখ্যমন্ত্রীর এই খেলা হবে দিবসের উদযাপনের ডাককে কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ এ দিন মেদিনীপুরে তিনি বলেন, 'খেলা তো শুরু হয়ে গিয়েছে৷ সবে দু' গোল হয়েছে৷ তিন নম্বর হলেই চিৎ৷'
শুধু খেলা হবে দিবস নিয়ে নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যরাতে ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, 'জানিনা কি হচ্ছে ওদের পার্টিতে৷ রাতের বেলা কেন বক্তব্য রাখতে হচ্ছে, কী এমন পড়ে গেল? দিনের বেলা বেরোতে পারছে না লোকের সামনে। যারা এত বড় বড় কথা বলেছেন। চামড়া ছাড়িয়ে দেবেন বলছেন। তাঁদের রাতের বেলা কেন করতে হচ্ছে।'