TRENDING:

Mamata Banerjee| Bhabanipur: গণেশ চতুর্থীতে মনোনয়ন জমা দেবেন মমতা, ধন্যবাদ জানালেন শোভনদেবকে

Last Updated:

এ দিন চেতলার কর্মিসভা থেকে নির্বাচনের প্রস্তুতিতে দলের নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee| Bhabanipur)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী শুক্রবার, গণেশ চতুর্থীর দিন ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন চেতলার কর্মিসভা থেকে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূলনেত্রী৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট হতে চলেছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়৷
advertisement

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ গণেশ চতুর্থীর শুভ দিনেই মনোনয়ন জমা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ ভবানীপুর কেন্দ্রে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন৷ তাঁদের গণেশ চতুর্থীর উদযাপনও করেন৷ ফলে ওই দিনে মনোনয়ন জমা দেওয়ার কথা জানিয়ে নিজের কেন্দ্রের ভোটারদের বার্তাও দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী৷ গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷

এ দিন চেতলার কর্মিসভা থেকে নির্বাচনের প্রস্তুতিতে দলের নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷ তাঁর নির্বাচনী এজেন্ট কে হবেন তাও ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'আমি চেয়েছিলাম সুব্রতদা (বক্সি) বা ববি আমার নির্বাচনী এজেন্ট হোক৷ কিন্তু নিয়ম অনুযায়ী কোনও বিধায়ক বা সাংসদ নির্বাচনী এজেন্ট হতে পারবেন না৷ আমার মুখ্য নির্বাচনী এজেন্টের দায়িত্ব সামলাবেন বৈশ্বানর চট্টোপাধ্যায়৷' নির্বাচনে মাথা গরম না করার জন্য বার বার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সতর্ক করে তিনি বলেছেন, অশান্তি তৈরি করার জন্য ফাঁদ পাতবে বিজেপি৷ কিন্তু তাতে পা দিলে চলবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এর পাশাপাশি এ দিন শোভনদেব চট্টোপাধ্যায়কেও তাঁর জন্য ভবানীপুর আসনটি ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ কিন্তু মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভবানীপুর থেকে ভোটে দাঁড়াতে পারেন, তাই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিনই ঘোষণা করে দিয়েছেন, উপনির্বাচন হলে খড়দহ কেন্দ্র থেকে ফের ভোটে লড়বেন শোভনদেব৷ আপাতত মন্ত্রীও থাকবেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee| Bhabanipur: গণেশ চতুর্থীতে মনোনয়ন জমা দেবেন মমতা, ধন্যবাদ জানালেন শোভনদেবকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল