ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় এ রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা আহত বা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের কলকাতায় আনার নির্দেশ দিয়েছে নবান্ন। বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর শনিবারই বালাসোরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যান দুর্ঘটনাস্থল পরিদর্শনে। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলে। বাহানাগা হাই স্কুলেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ট্রেন দুর্ঘটনায় নিহদের দেহ রাখা হয়েছে। নিখোঁজ পরিজনদের খোঁজে এই স্কুলেই বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন বাসিন্দারা।
আরও পড়ুন: ৪৬ বছরের করমণ্ডল চিকিৎসা থেকে পরিযায়ী এক্সপ্রেস, দুর্ঘটনায় কারও প্রাণ গেল, কারও কাজ!
এর পাশাপাশি হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। দুর্ঘটনার পিছনের নিশ্চয় কিছু রয়েছে। ভাল করে দুর্ঘটনার তদন্ত হোক।’ রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই শনিবার রেলের সমালোচনা করেন মমতা। এর পাশাপাশি জানান, মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম যায় ওড়িশায়। বাংলা থেকে ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয় ওড়িশার দুর্ঘটনাস্থলে। শুক্রবারই পাঠানো হয় ৪০টি। ৪০ জন চিকিৎসক যান ও নার্সও যান দুর্ঘটনাস্থলে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়