TRENDING:

সাংসদদের সঙ্গে আজ বৈঠকে মমতা, তিন ইস্যুতে ঝাঁঝ বাড়াতে পারে তৃণমূল কংগ্রেস 

Last Updated:

আজ বিকেল সাড়ে ৪টেয়, তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: দিল্লিতে আন্দোলনের সুর বাঁধবেন মমতা ! ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কমিশন ঘেরাওয়ের ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস চেয়ারপারসনের পথে হেঁটেই বিরোধী জোট আগামী ৮ অগাস্ট কমিশন অফিসের সামনে আন্দোলন করবে। দিল্লিতে বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াবে তৃণমূল। আজ সোমবার, তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। বিকেল সাড়ে চারটেয় ভার্চুয়ালি হবে এই বৈঠক। দিল্লিতে ইন্ডি জোটে থাকা তৃণমূল সাংসদদের বিরোধিতার সুর সোমবারই বেঁধে দিতে পারেন তৃণমূলনেত্রী। তৃণমূলের হাতিয়ার তিনটি ইস্যু। এক, বাঙালি জাত্যাভিমান, দুই, কেন্দ্রীয় বঞ্চনা এবং তিন, এসআইআর ৷
সাংসদদের সঙ্গে আজ বৈঠকে মমতা
সাংসদদের সঙ্গে আজ বৈঠকে মমতা
advertisement

আরও পড়ুন– ঘূর্ণাবর্ত সরলেও উত্তরবঙ্গে দুর্যোগ ! দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি

ইস্যু ১ বাঙালির জাত্যাভিমান ৷ বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, মারধরের অভিযোগ। এ নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়েছে সংসদেও। বাঙালির জাত্যাভিমানে আঘাতের এই অভিযোগ নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে।

– ইস্যু ২ কেন্দ্রীয় বঞ্চনা

advertisement

২০২২-এর মার্চ থেকে ১০০ দিনের কাজের বরাদ্দ বন্ধ। হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। ১ অগাস্টের মধ্যে প্রকল্প শুরুর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেও কোনও উচ্চবাচ্চা নেই কেন্দ্রীয় সরকারের তরফে। এই বিষয়েও আলোচনা হতে পারে সোমবারের বৈঠকে।

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ৪ অগাস্ট – ১০ অগাস্ট, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

advertisement

– ইস্যু ৩ এসআইআর

৮ অগাস্ট, শুক্রবার। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে চলেছে ইন্ডি জোট। হাতিয়ার এসআইআর। বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআরের প্রস্তুতি নিতে। এই বিষয়টি নিয়েও দিল্লিতে ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল।

advertisement

– পঁচিশে ছাব্বিশের সুর

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। একুশের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধেছেন তৃণমূলনেত্রী। ফোকাসে বাঙালি আবেগ। গত আঠাশে জুলাই বোলপুরে ভাষা মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার, ঝাড়গ্রামেও বাঙালি জাত্যাভিমানে শান দেবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সোমবারের বৈঠকে ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়েও সাংসদদের নির্দেশ দিতে পারেন মমতা। সংসদীয় এলাকায় সাংসদদের ভূমিকা কী হতে পারে, সেই সুর বেঁধে দেবেন তৃণমূলনেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাংসদদের সঙ্গে আজ বৈঠকে মমতা, তিন ইস্যুতে ঝাঁঝ বাড়াতে পারে তৃণমূল কংগ্রেস 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল