প্রসঙ্গত রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দ্বাদশীর দিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। পুজো মিটতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আর কত লোককে জেলে ঢোকাবেন, এসব করেও ভোট পাবে না বিজেপি। মুখ বুজে সহ্য করছি’।
আরও পড়ুন: পুরী-শিয়ালদহের মধ্যে স্পেশাল ট্রেন…! উৎসবের মরশুমে বাম্পার গিফট পূর্ব রেলের! দেখুন সময়সূচি
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত, তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে’। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এভাবে কেউ কিছু বলল, তার ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো যায় কি? মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টও বলেছে যথাযোগ্য প্রমাণ থাকতে হবে’।
মমতা বলেন, “আমাদের এখানে প্রতিদিন সকাল থেকে রাত রেড হচ্ছে। যারা ইডির ইনভেস্টিগেশন করছিল তাদের নাকি সবাইকে সরিয়ে দিয়েছে। কাদের কথায় করেছে? আমাকে ওসি আইসিদের সরাতে হলে নির্বাচন কমিশনের নিয়ম মেনে করতে হয়েছে। এটা আমার জিজ্ঞাসা এইভাবে দেশ চলবে? স্ট্যান্ডিং কমিটি পটাপট ডিসিশন নিচ্ছে। কাকলির বাড়িতে লক্ষ্মী পুজো। আমি বললাম স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাও। হঠাৎ করে বলছে ‘ইন্ডিয়া’র নাম কাটাও, ভারত নাম লাগাও।”