ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স শিল্পপতি ও প্রতিনিধি দলের জন্য আগে থেকেই ট্রেনের টিকিট বুক করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি ট্রেনে মাদ্রিদ থেকে বার্সেলোনা যাবেন। রবিবার মাদ্রিদের সময়ানুযায়ী বেলা ১২টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় ও সফরকারী দলের সদস্যরা স্টেশনে পৌঁছন। তারপরে ট্রেনে করে সেখান থেকে তঁরা রওনা হন বার্সেলোনার উদ্দেশ্যে।
advertisement
বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁরা রওনা হন। তবে মুখ্যমন্ত্রী ট্রেনের প্রথম শ্রেণির কামরায় নন। তিনি বাকি যাত্রীদের সাথেই রওনা হন। তবে ট্রেনের যাত্রা পথে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যদের সাথেও দেখা করেন।
মাদ্রিদে শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাঙালিদের সঙ্গেও দেখা করেছে৷ পাশাপাশি, লা-লিগার সঙ্গে স্বাক্ষর হয়েছে মউ৷ এছাড়া, রিয়াল মাদ্রিদের পরিকাঠামোও দেখে এসেছেন মমতা। এবার তাঁর যাত্রা বার্সেলোনার উদ্দেশে। এখানেও স্থানীয় শিল্পগোষ্ঠীর সঙ্গেও বলার কথা তাঁর৷