এদিন মঞ্চ থেকে সন্দেশখালি প্রসঙ্গ তুলে মমতা বলেন, “যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে ভুল সন্দেশ দেওয়া হয়েছে তা ঠিক নয়। আমাদের হাতের ৫ আঙুল সমান নয়। অনেক সময় আমাদের নজরে আসে না। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ধরতে কার্পণ্য করি না। কিছু কিছু জায়গায় আমাদের নজরে থাকে না। যদি কখনো অন্যায় হয়ে থাকি আমরা ব্যাবস্থা করি।আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের ও ছাড়ি না।”
advertisement
অন্যদিকে বিজেপিই একহাত নিয়ে মমতার প্রশ্ন, “বাংলা নিয়ে এত গুসসা কেন? বাংলাকে নিয়ে এত বদনাম করার দরকার কী? কাল ও বিজেপি বলে গেল এখানে নাকি মহিলারা নির্যাতিত হয় আমি চ্যালেঞ্জ করে বলেছি এখানে মহিলার সব থেকে বেশি করে নিরাপদ। আমি বিজেপিকে বলি বাংলা নিয়ে আপনাদের এত রাগ কেন?” এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে মমতার কটাক্ষ,”গতকাল বলে গেলেন মহিলারা নাকি এখানে সবচেয়ে বেশি নির্যাতিতা হন। আমি চ্যালেঞ্জ করছি। বাংলা সবচেয়ে বেশি সুরক্ষিত।”