TRENDING:

মমতা-হাসিনা বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কে জোর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ শনিবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷
advertisement

তবে সৃত্র মারফত জানাা গিয়েছে, প্রথমে মূল সফরসূচিতে এই বৈঠকের উল্লেখ ছিল না । কারণ, ব্যস্ত সফরসূচিতে বৈঠকের সময় বের করা কঠিন হচ্ছিল। পরে সময় বের করা সম্ভব হলে সফরসূচিতে এ বৈঠকের সময় যোগ করা হয়।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে যোগ দিয়ে সম্মানসূচক 'ডি-লিট' ডিগ্রি গ্রহণ করেন। এরপর তিনি কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে হোটেল তাজ বেঙ্গলে ফিরে আসবেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এক ঘণ্টা দু'জনের একান্ত আলাপচারিতার জন্য রাখা হয়েছিল ৷ সেইমতোই এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যে বঙ্গবন্ধু মুজিবর রহমান ভবন করতে রাজ্য সরকার ৷ এ নিয়ে হাসিনার সঙ্গে কথা হয়েছে ৷ একই সঙ্গে দু’দেশের সাংস্কৃতিক সম্পর্কে উন্নতি, বাণিজ্য-দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে ৷ বৈঠক শেষে সে দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন হাসিনা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা-হাসিনা বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কে জোর