সামনে থেকে নেতৃত্বে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্যপাল। তাঁর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিলেন কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস। শনিবার সন্ধ্যায় সাগরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। বসিরহাটে তাণ্ডবের প্রভাব বেশি বলেই জানা যাচ্ছে। ক্ষতি কত ? পুরো তথ্য আসতে সময় লাগবে বলেই দাবি রাজ্য সরকারের। এরমধ্যেই রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তাণ্ডবের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব সাহায্য করা হবে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব সাহায্য করা হবে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
প্রায় সাড়ে ৬ ঘণ্টার তাণ্ডব। রাজ্যের তিন জেলা মিলিয়ে বুলবুলের বলি সাত। এরমধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটেই মারা গিয়েছেন ৫ জন। ব্যাপক ক্ষয়ক্ষতি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালিতে। স্থানীয়দের দাবি, ভাঁটা থাকায় জলোচ্ছ্বাস তেমন হয়নি। কিন্তু ঝড়-জলে ছাপিয়ে গিয়েছে আয়লাকে। রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয় ত্রাণের কাজ।