২৪ জন পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছে ব্রাত্য বসুর নাম। করোনা আক্রান্ত হওয়ায় তিনি শপথ নেবেন ভার্চুয়ালি। শারীরিক সমস্যার কারণে অমিত মিত্রও শপথ নেবেন ভার্চুয়ালি। ভার্চুয়ালি দেখা যাবে রথীন ঘোষকেও।
এবার মমতার মন্ত্রীসভায় কোনও তারকা নেই। জয় নিশ্চিত করলেও মন্ত্রীত্ব পাননি মদন মিত্র, নির্মল মাঝিরা। সূত্রের খবর এবার মন্ত্রীসভায় নতুন মুখ অন্তত ১৬জন। যেমন অখিল গিরি, বুলু চিক বরাইক, শিউলি সাহা, পুলক রায়, হুমায়ুন কবীর, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি. দীলিপ মণ্ডল-রা থাকছেন নতুন মুখ হিসেবে। অন্য দিকে থাকবেন বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্য়ায়য়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নামগুলি। একবার দেখে নেওয়া যাক কারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায়-
advertisement
পূর্ণ মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে থাকছেন যাঁরা-
- সুব্রত মুখোপাধ্য়ায়
- পার্থ চট্টোপাধ্যায়
- অমিত মিত্র
- সাধন পাণ্ডে
- জ্যোতিপ্রিয় মল্লিক
- বঙ্কিম হাজরা
- মানস ভুঁইয়া
- মলয় ঘটক
- সৌমেন কর মহাপাত্র
- অরূপ রায়
- রথীন ঘোষ
- ফিরহাদ হাকিম
- চন্দ্রনাথ সিনহা
- ব্রাত্য বসু
- শশী পাঁজা
- গোলাম রব্বানি
- বিপ্লব মিত্র
- জাভেদ আহমেদ খান
- স্বপন দেবনাথ
- সিদ্দিকুল্লা চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী
- বেচারাম মান্না
- সুব্রত সাহা
- হুমায়ুন কবীর
- অখিল গিরি
- চন্দ্রিমা ভট্টাটার্য
- রত্না দে নাগ
- সন্ধ্যারানি টুডু
- বুলু চিকি বারাইক
- সুজিত বসু
- ইন্দ্রনীল সেন
রাজ্যমন্ত্রী
- দিলীপ মণ্ডল
- আখরুজ্জামান
- শিউলি সাহা
- শ্রীকান্ত মাহাতো
- সাবিনা ইয়াসমিন
- বীরবাহা হাঁসদা
- জ্যোৎস্না মাণ্ডি
- পরেশ অধিকারী
- মনোজ তিওয়ারি