প্রসঙ্গত, এর আগেও মমতা নিশানা করেছিলেন বাম আমলের নিয়োগ দুর্নীতিকে। বলেছিলেন, ''সিপিএম আমলে চাকরি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ লক্ষ টাকায়।’ একই সঙ্গে তাঁর দাবি, ‘আমরা চাই চাকরি হোক, ওরা চায় না চাকরি হোক। তাই ওরা পিঁপড়ের মতো করে কামড় দিচ্ছে।’
আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও
advertisement
নিয়োগ দুর্নীতি ইস্যুতেও ভাষণের শুরুতেই বামেদের নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। রীতিমতো কটাক্ষের সুরে মমতা আগেও প্রশ্ন তুলেছেন, ‘রাজ্যে এখনও ১৭ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। তা সত্ত্বেও আমরা নিয়োগ করতে পারছি না। কারণ, একের পর এক মামলায় নিয়োগ আটকে রয়েছে। আপনাদের আমলে কটা চাকরি দিয়েছিলেন?’
আরও পড়ুন: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় হল আমাদের কাছে লক্ষ্মী', শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বাংলা
এদিকে, এসএসসি-তে আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন৷ কিন্তু পার্থই তাঁকে জানিয়েছিলেন, ওই চাকরিপ্রার্থীদের নম্বর পারমিট করছে না৷ নাম না করে এসএসসি তে যোগ্য প্রার্থীদের বঞ্চনার দায় কার্যত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে চাকরি পেতে দেরির জন্য সিপিএম প্রভাবিত সরকারি কর্মীদেরও দায়ী করলেন তিনি৷