কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় চিকিৎসকরা। সেই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এর আগে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং হয়েছিল। কিন্তু এবার এই ঘটনায় মামলা চলছে সুপ্রিম কোর্ট, এবং কেসটা সিবিআই দেখছে। আমরা বলেছিলাম রেকর্ডিং হবে। তারা যদি চাইতো সেটা শেয়ার করতে পারতাম, সুপ্রিম কোর্ট চাইলেও। সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি। তারা লাইভ করতে পারে।”
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”আমরা খোলা মন নিয়ে আলোচনা চেয়েছিলাম। তারা ঘরের ভিতর যে কোনও বিষয় তুলতে পারতো। তারপর একসঙ্গে প্রেস কনফারেন্স করতে পারতাম। খোলা হাওয়ায়, খোলা মেলায় আলোচনা করতে পারতাম আমার ছোট ভাইবোনরা। তারা যে দু ঘণ্টা আসেনি, তার জন্য তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেব না। কারণ তারা ছোট ভাই বোন। আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম। কিন্তু তারা কেউ ঢুকলেন না। কিন্তু মিটিংয়ের পর তাদের পছন্দ না হলে তারা বাইরে বলতে পারত। আমিও ফোন নিয়ে যাইনি। ওদের যাতে অসুবিধা না হয় আমি স্বাস্থ্য বিভাগ থেকে আর কাউকে ডাকিনি, যাতে ওদের অসুবিধা না হয়।”
শুধু তাই নয়, মমতা বলেন, ”কোর্টের যে আলোচনা আছে, তার মাধ্যই থাকতে হবে। তার বাইরে যেতে পারি না। টেলিকাস্টের ব্যাপারে আমরা ওপেন মাইন্ড। আমাকে কতগুলো ব্যাপারে মানতে হয়। গোটাটাই বিচারাধীন বিষয়। বাইরে দেখেছি, ক্রিটিসাইজ করা হয়েছে। কেউ যদি কিছু করে, তার দায় আমাদের উপর আসবে না?”