এরপরই বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ''টাকার পাহাড় দেখিয়ে কুৎসা রটাচ্ছে বিজেপি। এক মহিলার বাড়িতে টাকা পাওয়া গেছে। আমি চাই, সত্যিটা সামনে আসুক। সারাজীবন রাজনীতি আমি করেছি তার কারণ নয়, জীবন টা ভোগ করার জন্য। আমার একটা ধারণা ছিল রাজনীতি ত্যাগ, দেশসেবা। কিন্তু বলুন তো স্কুলের সব স্টুডেন্ট কি একরকম হয়? পার্থক্য তো থাকবেই।''
advertisement
আরও পড়ুন: আদালতের ৩ পর্যবেক্ষণ মুছে ফেলার আর্জি পার্থর! হাই কোর্ট জানাল, 'অত্যন্ত অসুবিধার'
মমতার সংযোজন, ''আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না, দুর্নীতিকে সাপোর্ট করি না। আমি বিশেষ করে ১১ বছর ধরে ১ লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই। আমি তো এক পয়সাও নেয়নি। আজ আমি সত্যি দুঃখিত। মর্মামত।কয়েকটি রাজনৈতিক দলের আচরণে। কেউ কেউ ভুল করতেই পারেন। যেদিন আমি শুনেছিলাম কয়েকটা ছেলেমেয়ে বঞ্চিত হয়েছে, সিপিআইএম-এর ছেলে মেয়েদেরকে আমি বলেছিলাম তাদের চাকরি করে দিতে। তাছাড়া ও ক্যাবিনেট করে আমি লিস্ট করে তাদের আরও একটেন্ড করে দিলাম।"
আরও পড়ুন: সব নজরে পার্থ, এদিকে CBI-এর ডাক ৩ তৃণমূল নেতাকে! তুমুল আলোড়ন নন্দীগ্রামে
এরপরই মমতা বলেন, ''সবাই সাধু একথা বলতে পারবো না। সাধু এর মধ্যেই ভূত আছে। জেনে শুনে আমি কোনো দিন কোনো অন্যায় করতে দেইনি। কোনো মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে।সময়ের মধ্যে সতি এর বিচার হোক।সত্যি প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার কোনো কিছু যায় আসে না।"'