TRENDING:

NRC নিয়ে মিথ্যে বলছেন মমতা, তোপ অমিত শাহের

Last Updated:

তিনি নিজেই নিজের পুরনো মন্তব্য ভুলে গিয়েছেন ৷বিরোধী থাকার সময় অনুপ্রবেশকারী নিয়ে গলা ফাটিয়েছিলেন তৃণমূল নেত্রী, মন্তব্য শাহের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এনআরসি নিয়ে অপপ্রচার চলছে ৷ মিথ্যে বোঝাছেন মমতা ৷ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সভায় দাঁড়িয়ে এভাবেই তৃণমূল নেত্রীর উদ্দেশ্য তোপ অমিত শাহের ৷ বললেন, অনুপ্রবেশকারী নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তিনি নিজেই নিজের পুরনো মন্তব্য ভুলে গিয়েছেন ৷বিরোধী থাকার সময় অনুপ্রবেশকারী নিয়ে গলা ফাটিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷
advertisement

অসম থেকে বাংলা NRC ইস্যু নিয়ে বরাবরই সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমের নাগরিকপঞ্জির চুড়ান্ত তালিকা প্রকাশের পর গোর্খা ও অসমের বিভিন্ন ভূমিপুত্রদের নাম বাদ পড়া নিয়ে তীব্র প্রতিবাদে সোচ্চার হন তিনি ৷ একইসঙ্গে অসমের পর বাংলায় নাগরিকপঞ্জি চালু করার ভাবনারও বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তৃণমূল নেত্রীর সেই পদক্ষেপকেই এদিন নিশানা করেন অমিত শাহ ৷ নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এনআরসি নিয়ে অপপ্রচার চলছে ৷ NRC নিয়ে মিথ্যাচার চালাচ্ছে মমতা ৷ এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ হিন্দু শরণার্থীদের দেশ ছাড়তে হবে না ৷ শিখ,খ্রিস্টান, বৌদ্ধ, জৈন শরণার্থীদেরও দেশ ছাড়তে হবে না৷ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ বিল এনে নাগরিকত্ব দেওয়া হবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এখানেই শেষ নয়, অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে বিজেপির নীতি স্পষ্ট ৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে ৷ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোটব্যাঙ্ক ৷ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াব ৷ নাগরিকত্ব সংশোধনী বিল আসবেই ৷’ পুজো উদ্বোধনে কলকাতায় এসে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুধুই NRC ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
NRC নিয়ে মিথ্যে বলছেন মমতা, তোপ অমিত শাহের