TRENDING:

Mamata Banerjee on Rome Visit Cancellation: পোপ-চ্যান্সেলরের সঙ্গেও একমঞ্চে না! রোম সফর বাতিলে কেন্দ্রকে তোপ মমতার

Last Updated:

রোম সফর বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের (Narendra Modi Government) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Rome Visit Cancellation)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিকাগোর পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম সফরের (Rome Visit) অনুমতি দিল না কেন্দ্র। রোম সফরের অনুমতি না দিয়ে বিদেশমন্ত্রক এক লাইনের চিঠিতে জানিয়েছে, এই অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রী পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) এই চিঠিটি নবান্নে (Nabanna) এসেছে শুক্রবার মধ্যরাতে। কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ নবান্ন। এই ঘটনাকে রাজনৈতিক হিংসা হিসেবেই দেখছে রাজ্য সরকার। রোম সফর বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Rome Visit Cancellation)।
মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

এদিন নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের এই সিদ্ধান্তকে ঈর্ষার কারণ বলেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Rome Visit Cancellation)। তাঁর (Mamata Banerjee) দাবি, 'জার্মান চ্যান্সেলর ছিলেন। পোপ ছিলেন। বিশ্বশান্তির জন্য রোমে এই মিটিং ডাকা হয়েছে। দু'মাস আগে ওঁরা যোগাযোগ করেছিল। আমাকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ কেন্দ্র থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে। এটা পলিটিক্যাল।' বিদেশমন্ত্রকের এই চিঠিতে অত্যন্ত অপমানিত হয়েছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Rome Visit Cancellation)। তাঁর কথায়, 'আমাকে কেন প্রতিনিধিত্ব কেন থেকে বাদ দিলেন? সিএমের জন্য যাওয়া ঠিক নয়? যেখানেই যেতে চাইছি বারণ করে দিচ্ছে। না যেতে দিয়ে খুব অপমান করেছেন। সব ধর্মের লোক সেখানে থাকবেন।'

advertisement

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেছেন, 'আজ দেশের পরিস্থিতি ভালো নয়। যে কথা বলা যায় আমি সেটাই বলছি। রোমে শান্তি সভা ছিল। পোপ-সহ অনেকেই ছিলেন। আমরা যেতে চেয়েছিলাম। আমাকে বিশেষ অনুমতি ইতালি দিয়েছিল। অনেক মুখ্যমন্ত্রী দেশের অনুমতি নেয় না। আমি যদিও বিদেশ মন্ত্রকের অনুমতি চেয়েছিলাম। আজ তার উত্তর এসেছে, যাওয়া যাবে না। আমি ফিট নই, এটা বলা হল। আমি বাইরে যেতে আগ্রহী নই। আমি তো রোজ যেতে পারি। কেউ কেউ ৩৬৫ দিনে ৩৯০ দিন যায় বিদেশে।রাজনৈতিক ভ্রাতৃত্বের জন্যে সবাই থাকবে। পোপ, সংখ্যালঘু সম্প্রদায়, আমি থাকতাম। সেটা বাতিল করে দিল। বাংলায় এসে বলে, আমি দূর্গা পুজো করতে দিই না। তাহলে আমাকে কেন যেতে দিলে না এখন। আমি তো ওই মঞ্চে গান্ধিজি, নেতাজির কথা বলতে পারতাম। আমি বিশ্বাস করি মানবিকতাই আমার একমাত্র ধর্ম।'

advertisement

মোদি সরকারের (Modi Government) এই সিদ্ধান্তকে দেশের অপমান বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, 'যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জায়গা এসেছিল, তখন দেশের অপমান করলেন। আমার বিদেশভ্রমণের কোনও ইচ্ছে নেই। আসলে, হিংসেতে ওরা জ্বলছে। পুরো হিংসা।' প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর রোম সফর বাতিল নিয়ে চিঠির ঘটনাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় ইউরোপ সফরে গিয়ে কী বলেন, তা শুনতে মুখিয়েই ছিলেন রাজ্যবাসী। কিন্তু সেই সফরই বাতিল করে দিল কেন্দ্র। যুক্তিতে যে অসামঞ্জস্যের কথা আছে, তাকে ব্যখ্যা করারও দায় কেন্দ্র নেয়নি।

advertisement

মমতার হুঁশিয়ারি, 'বাংলায় খেলা দেখিয়েছে মানুষ। ভবানীপুরে খেলা হবে। তারপর গোয়া, অসম, ত্রিপুরা, পঞ্জাবে, ইউপিতে খেলা হবে। দেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছে বিজেপি। বিজেপি না সরা অবধি খেলা হবে।'

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে 'না' কেন্দ্রের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অক্টোবরের ৬ এবং ৭ তারিখে রোমে ওই কর্মসূচি হওয়ার কথা। ইটালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা। তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, পোপ এবং ইটালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে। তাঁদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলা মুখ্যমন্ত্রী মমতাকেও। মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সেই মতো তাঁর সফরসূচিও চূড়ান্ত করা হয়ে গিয়েছিল। ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। তখনই আচমকা এই চিঠি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Rome Visit Cancellation: পোপ-চ্যান্সেলরের সঙ্গেও একমঞ্চে না! রোম সফর বাতিলে কেন্দ্রকে তোপ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল