রোগী মারা যাবার পর ডাক্তার ডেকে লাভ কী? মঙ্গলবার দিল্লিতে পা দিয়েই একথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাম-কংগ্রেস এবং অন্য কয়েকটি বিরোধী দল না এলেও, রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরিকল্পনা বাতিল করেননি তৃণমূল নেত্রী। বুধবার রাজধানীতে নির্ধারিত চিত্রনাট্য মেনেই এগোয় কর্মসূচি।
বুধবার অধিবেশন শুরুর আগে সংসদে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ নোট বাতিলের বিরোধিতায় কালো চাদর জড়িয়ে বিক্ষোভ দেখান দলের সাংসদরা ৷ এরপর সংসদ থেকে রাইসিনা হিলসের দিকে এগোয় পদযাত্রা ৷ মমতার ডাকে সাড়া দিয়ে পদযাত্রায় পা মেলান অন্য রাজনৈতিক দলও ৷ পদযাত্রায় সামিল হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, এনডিএ শরিক শিবসেনার প্রতিনিধিও ৷ কেজরিওয়াল না এলেও আপের তরফে ছিলেন সাংসদ ভগবন্ত মান ৷ পদযাত্রায় প্রতিনিধি পাঠান গুজরাতের পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলও ৷ পদযাত্রা শেষে মমতার নেতৃত্বেই রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন বিরোধী দলের নেতারা ৷
advertisement
নোট বাতিলের বিরোধিতায় রাষ্ট্রপতির কাছে দরবার করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ ভবন থেকে পদযাত্রা করে রাষ্ট্রপতি ভবনে যায় তৃণমূল। পাঁচ পাতার স্মারকলিপি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের কোনও পরিকল্পনা না থাকায় সাধারণ মানুষ ফেঁসেছে। মমতার কটাক্ষ, আগে এটিএমের মানে ছিল অল টাইম মানি। এখন হয়েছে আয়েগা তব মিলেগা। আগামিকাল এই ইস্যুতে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছে তৃণমূল।
কেন্দ্র বিরোধী লড়াইয়ে বেশকিছু দলকে পাশে পেলেও, তৃণমূলের সঙ্গে এদিন দূরত্ব রজায় রেখেছিল বাম-কংগ্রেস-সপা-র মতো বিরোধী দলগুলি। তার জেরে কী কোনওভাবে ধাক্কা খেল মমতার কৌশল? জবাব দেবে ভবিষ্যত রাজনীতি ৷
নোট-রাজনীতির খেলা এখানেই শেষ নয়। বৃহস্পতিবার দিল্লির সবজিমাণ্ডির জনসভায় মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই আমন্ত্রণে সাঁড়াও দিয়েছেন তৃণমূল নেত্রী। সবমিলিয়ে এই মুহূর্তে মোদি বিরোধী দৌড়ে বেশকিছুটা এগিয়ে রইলেন দিদি।
