সূত্রের খবর, শুধু এই বছর নয়, গত ১২ বছর ধরেই এই ঐতিহ্য অনুসরণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যেক বছরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মরসুমি ফল পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ বছরও এই ঐতিহ্যের বত্যয় হয়নি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় আমগুলি পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: লিভ ইন পার্টনারকে খুন! তারপরে সারমেয়দের খাওয়ানো হল দেহের টুকরো, বীভৎস ঘটনা মুম্বইয়ে
advertisement
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই আমের কার্টনে রয়েছে হিমসাগর, ফজলি, ল্যাংরা এবং লক্ষ্মণভোগ সহ চারটি বিভিন্ন জাতের আম৷ আমগুলিকে সুন্দর করে সাজিয়ে বাক্সবন্দি করে প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গ, নয়াদিল্লিতে পাঠানো হয়েছে। এই আমের বাক্স দু-এক দিনের মধ্যেই নয়াদিল্লিতে পৌঁছে যাবে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়কেও বাংলার সেরা জাতের আম পাঠানো হয়েছে। গত বছর, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আম পাঠিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে গত কয়েক বছর ধরেই তিক্ত-মধুর সম্পর্ক। তবে এর মধ্যেও ২০১৯ সালে, প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দুর্গাপূজা উপলক্ষে একটি কুর্তা-পাজামা এবং মিষ্টি পাঠিয়েছিলেন।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন, ‘‘বিরোধী দলে আমার অনেক বন্ধু আছে। আপনি জেনে অবাক হবেন,মমতা দিদি এখনও প্রতি বছর আমার জন্য একটি বা দুটি কুর্তা পাঠিয়ে দেন।’’